গোলাপগঞ্জ প্রতিনিধি : অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার ও গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলামকে সিলেট, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, আমুড়া, ফেঞ্চুগঞ্জ, পাহাড়লাইন, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিআইটিসি ভাটেরা বাস-মিনিবাস শ্রমিক উপ-কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৯ টায় গোলাপগঞ্জ থানায় গিয়ে তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সার্জেন্ট রাহনামায়ে জাহান, বাস-মিনিবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি মনসুর আহমদ, সহসভাপতি শাহিন আহমদ, সম্পাদক আবুল হোসেন, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুস সামাদ।
এসময় শ্রমিক নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
