নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে দলীয় মিছিল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদের ওপর হামলা অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ।
ইমতিয়াজ আহমেদ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা বাঘা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ। এসময় বাঘা ইউনিয়নের রুস্তমপুরে নির্জন জায়গায় পৌঁছা মাত্রা তার মোটরসাইকেলের গতিরোধ করে জামাত-শিবিরের ১০/১৫ জন সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। হামলায় তার ডান হাত ভেঙে যায়৷ এছাড়াও পায়ে হাতে প্রচুর মারধর করে পালিয়ে যায় তারা৷ স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
