ডেস্ক রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সরকার বিরোধী মিছিলে বাঁধা দিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ এসময় হঠাৎ করে পুলিশের সামনেই ছাত্রদলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামীলীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরের চৌমুহনীতে এঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের চৌমুহনীতে সরকার বিরোধী মিছিলের আয়োজন করা হয়। মিছিলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বাঁধা প্রদান করে। এসময় হঠাৎ করে পুলিশের সামনেই বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আর্জমন্দ আলী নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে ছিলেন বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমান আলী।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা মান্না আহমদ, সোহেল রাজা, মাসুদ আহমদ, মিহাদ রহমান, শাহজাহান আহমদ, আল আমিন হোসেন, সুফি আহমদ, নুর ইসলাম, এনামুল হক, মাছুম মিয়া, মানিক মিয়া, ফাহিম আহমদ, সাকের আহমদ, রাসেল আহমদ, শাহান আহমদ।
আহতদের মধ্যে শাহজাহান আহমদ গুরুতর আহত হন এবং তার ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। হামলায় শাহজাহান আহমদ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শাহজাহান আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মখলিছুর রহমানের ছেলে। তিনি এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজে পড়াশোনায় থাকাকালীন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এরপর রাজনীতির মাঠে সক্রিয় থাকায় তিনি বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। যে কোন মিছিল-মিটিংয়ে তার অবস্থান ছিলো চোখে পড়ার মতো।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম চৌধুরী বলেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের চৌমুহনীতে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পুলিশ বাঁধা দেয়। এসময় হঠাৎ করে পুলিশের সামনেই বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আর্জমন্দ আলীর নেতৃত্ব হামলা চালানো হয়। তার নেতৃত্বে আওয়ামীলীগের কর্মীরা রাম দা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন। এরমধ্যে বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ গুরুতর আহত হয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শিবলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
