মো. রিয়াজ উদ্দিন : গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনই যেন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনের 'নেশা' হয়ে উঠেছে। নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে নদী তীরবর্তী এলাকার মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।
সরেজমিন (১১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজার এলাকার সুরমা নদীর তীরে গিয়ে দেখা যায় কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে আওয়ামী লীগ নেতার লোকেরা নদী থেকে বালু উত্তোলন করছে৷
সুরমা পাড়ের একাধিক মানুষের সাথে কথা হলে তারা বলেন, সিরাজ উদ্দিন একজন চিহ্নিত বালুখেকো। প্রতি বছর সে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে। তার বালু উত্তোলনের ফলে মসজিদ মাদ্রাসা, বাড়িঘর ফসলি জমি প্রতি বছর নদীগর্ভে চলে যায়। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছেন। নিঃশ্ব হওয়ার পথে শতশত মানুষ। আমরা ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে পারিনা। কথা বললেই হতে হয় মারধরের শিকার।
স্থানীয় যুবক মনসুর আহমদ বলেন- সিরাজ উদ্দিন সুরমা নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে থাকেন৷ তার সাথে বিশাল একটি চক্র রয়েছে৷ তাদেরকে নিষেধ করতে ভয় হয়। কেউ নিষেধ করলে প্রাণে হত্যার হুমকি শুনতে হয়।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সব মিথ্যা। এসব বিষয়ে আমি কিছুই জানিনা।
.webp)