নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক ইব্রাহিম আহমদের বাসায় হামলার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম তুষারের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানাযায়, গতকাল রবিবার দুপুরে একদল সন্ত্রাসী ইব্রাহিম আহমদকে খুঁজতে তার বাসায় আসে। এসময় বাসায় তার মা ও গর্ভবতী স্ত্রী অবস্থান করছিলেন। তাকে খুজে না পেয়ে বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। বাসায় অবস্থানরত তার মা ও স্ত্রীকে নানা ভাবে গালিগালাজ ও ভয়ভীতি দেখায় এবং তারা ইব্রাহিমকে খুঁজে পেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, এই হামলার নেতৃত্বে ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। এসময় তার সাথে ৮-১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীর দল ছিলো।
এদিকে, শিবির নেতা ইব্রাহিমের বাসায় হামলার নিন্দা জানিয়েছে মহানগর ছাত্রশিবির। এক যৌথ বিবৃতিতে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও সেক্রেটারি নজরুল ইসলাম এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা ছাত্রলীগ প্রশাসনের ছত্রছায়ায় এসব অপকর্ম করছে বলে অভিযোগ করেন। তারা এসকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক ইব্রাহিম আহমদ জালালাবাদ আবাসিক এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে।
