গোলাপগঞ্জ প্রতিনিধি : নির্ধারিত কর্মীদের নিয়ে গোলাপগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের ২য় তলায় এ কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ঈসমাইল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলার সভাপতি সালমান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শেখ হোসাইন আহমদ সাব্বির, উত্তর শাখার সভাপতি ছাব্বির আহমদ, পৌর সভাপতি কাওছার আহমদ প্রমুখ।
