নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, শিক্ষাখাত যে কোন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃতি উন্নতি নিশ্চিত হয়। জ্ঞান বিজ্ঞানের প্রসারের এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করবে।
তিনি বুধবার (৫ নভেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জোনায়েদ কবীরের সভাপতিত্বে, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) আব্দুল হামিদ ও সিনিয়র শিক্ষক (বাংলা) নাসরিন আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এমরান আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহীন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, চন্দর পুর বনিক সমিতি সভাপতি ডা: আব্দুল মতিন, সদস্য আবু তাহের, বুধবারি বাজার কমিটির সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ নানু, জেলা যুবদলের মৎস্য সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান এবাদ, জেলা বিএনপি সদস্য আব্দুল হাই সুবল, ওয়ার্ড বিএনপির সভাপতি নিয়ামত আলী ও যুবদলের আহবায়ক আরিফ জিল্লু প্রমূখ।
