গোলাপগঞ্জ প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে ৪টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মো.দেলাওয়ার হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা.নুরুল হুদা নাঈম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন-সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাংগঠনিক সম্পাদক মু.আব্দুল আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন -বিশিষ্ট মুরব্বি রমজান আলী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মাস্টার আব্দুল করিম, আল হেরা একাডেমীর ভাইস প্রিন্সিপাল মাও.লুৎফুর রহমান, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম লুলু, মীরগঞ্জ মাদ্রাসার সহসুপার সাজিবুর রহমান, মীরগঞ্জ মাদ্রাসার সভাপতি মাও.আব্দুর রহিম, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডাইরেক্টর আবুল বাশার রানিক, হাফিজ কাওছার আহমদ, গৌস উদ্দিন, সংগঠনের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হা.আব্দুল মজিদ আলম, সেলিম উদ্দিন, মসুদ মিয়া প্রমুখ।
