গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রবাসীদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের একটি পার্টি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে ও বাংলাদেশের অর্থ সমন্বয়ক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো. সাহেদ আহমদ৷ এছাড়া ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি সুলতান আহমদ, সমন্বয়ক নজরুল ইসলাম, সমাজসেবী মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল হাসনাত, সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জাকির হোসাইন, সমন্বয়ক মাহফুজ আহমদ চৌধুরী, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম মানিক, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান, ফুলকলি হেতিমগঞ্জ শাখার পরিচালক ফরিদ আহমদ হীরা, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের সমন্বয়ক খালেদুর রহমান খালেদ, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সমাজসেবী আব্দুর রহমান হিরা, জুলাই যোদ্ধা তাজেল আহমদ, দুলভ হোসেন।
এসময় বক্তারা বলেন, গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন অল্প সময়ের মধ্যে সমাজে উন্নয়ন মূলক কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এ ফাউন্ডেশন সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিগত দিনের মতো আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসীদের মান উন্নয়ন হবে ও সমাজের অসহায় মানুষ উপকৃত হবেন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সমন্বয়ক মাও.এমাদ উদ্দিন ছালিম।
এসময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের সমন্বয়ক শেখ তারেক বারী এমি, সাকেল উদ্দিন, ওলিউর রহমান তামিম, সমাজসেবী এম এ কাদির, আব্দুল কাসেম, আছাই আলী, আব্দুর রহমান, ডিএইচ মান্না, বাবুল আহমদ, শিমুল, রিজু, রাসেল, জাকির, জামিল, দেলোয়ার হোসেন মাহমুদ, ব্লগার আবু সিদ্দিক আসলাম প্রমুখ।
