গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সীরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল মাও জমির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল মুহিবুল্লাহ হুসনেগীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আলী।
প্রধান অতিথির বক্তব্যে মো.আব্দুল আলী বলেন,শিক্ষা মানুষের মৌলিক অধিকার। যে দেশে যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত, তাই শিক্ষার্থীদের উচিৎ সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের উন্নতির পাশাপাশি দেশের মুখকে উজ্জ্বল করা। শুধু লেখাপড়ায় শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে। পরবর্তীতে যে মানুষটি দেশের উন্নয়নে ভূমিকা রেখে দেশকে আলোকিত করবে। অবদান রাখবে দেশের উন্নয়নে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সমাজসেবী ও শিক্ষানুরাগী রাসেল আহমদ, ফ্রান্স প্রবাসী আব্দুল কাদির। শেষে দোয়া পরিচালনা করে সাবেক প্রিন্সিপাল মাও জমির উদ্দিন।
