গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আজিজ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক রহমত আলী, যুব বিষয়ক সম্পাদক জাবের হোসেন, সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম, সিলেট জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, শরীফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি বদরুল আলম লিলু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক স্বপন আহমদ, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিতু দাস, আব্দুল মান্নান, আব্দুশ শহিদ।
এসময় বক্তারা বলেন,'সিলেট-৬ আসনে তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবেন তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন তারা৷ বক্তারা ৩১ দফা সম্পর্কে জনগণের কাছে তুলে ধরেন। এছাড়া সকল নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, জিতু মিয়া, নজরুল ইসলাম, ছানা মিয়া, নিয়াজ আলী, লিলু মিয়া, জামিল হোসেন, শিপু মিয়া, রাসেল আহমদ, শফিক মিয়া, শাহান আহমদ, কবির মিয়া, নিজাম উদ্দিন, আয়াছ মিয়া, সেপুল মিয়া, মারুফ আহমদ, নিয়াজ আলী, মাসুক মিয়া, মালেক আহমদ, আব্দুল জলিল, ময়না মিয়াসহ আরও অনেকে।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
