গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদের অর্থায়নে তার নিজস্ব ভূমিতে হযরত বেলাল (রা.) মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আসর নামাজের মধ্যে দিয়ে পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়াস্থ ঘোষগাঁও রোডে এ মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক।
এসময় উপস্থিত ছিলেন-ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুছাইনিয়া মাদ্রাসা সাবেক মুহতামিম মাওলানা আশরফ আলি, ঘোষগাঁও মাদ্রাসার মোহতামিম মাও.বদর উদ্দিন, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, মসজিদের দাতা যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদ, রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত রানাপিং মহিলা মাদ্রাসার নাজিম মাওলানা আব্দুল হাই, আল্লামা রিয়াছত আলী ছখরিয়ার ছাব (রহ.) ফাউন্ডেশনের সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, ঢাকা উত্তর রানাপিং আরবিয়া হুছাইনিয়া মাদ্রাসার শিক্ষক ও আল্লামা রিয়াছত আলী ছখরিয়ার ছাব (রহ.) নাতি মাওলানা আজমল হোসাইন, আশফাক আহমদসহ আর অনেকে।
