গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। তাই দেশে একের পর এক সংকট লেগে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। দেশব্যাপী নানা বিভক্তি দৃশ্যমান হচ্ছে। এ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। বিএনপি সংস্কারের বিশ্বাসী। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব।
তিনি শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টায় সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল গ্রামে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া তিনি দিনভর গোলাপগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুদ আহমদ মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় ঘোগারকুল গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ, পৌর শ্রমিক দলের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ জাবের আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহার ইসলাম সাকেল, ছাত্রদল নেতা রাহিন আহমদ, সাকিল আনোয়ার ও আব্দুল্লাহ আল সাঈদ প্রমুখ।
এর আগে তিনি দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ভাদেশ্বর দক্ষিণ ভাগ জামে মসজিদে জুমআর নামায শেষে মুসল্লীদের সাথে কুশলাদি বিনিময় করেন। বিকেলে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে সবুজ সংঘ ফুটবল এলাকাডেমি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রাত ৮টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল গ্রামের মহিলাদের সাথে পৃথক মতবিনিময় করেন।