নিউজ ডেস্ক : দুইটি মিথ্যা মামলায় আসামি হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলার সাবেক ছাত্রলীগ নেতা মো.আশফাকুল ইসলাম।
তিনি দক্ষিণ সুরমা থানার তুরুকখলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তার পরিবার নগরীর টিলাগড় পূর্ব শাপলাভাগ এলাকার আয়শা কমপ্লেক্সে থাকেন।
আশফাকুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, আশফাকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে দীর্ঘ দিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একাধিক বার তার খুঁজে বাড়িতে যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি প্রদান করে তারা৷
আরও জানা যায়, গত ২০ মে তার বাসায় হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা৷ এসময় তার বাসায় ব্যাপক ভাঙচুর চালায় তারা।
এদিকে গত ১১ এপ্রিল সিলেটে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দুইটি মিথ্যা মামলায় আসামি হতে হয়েছে আশফাকুল ইসলামকে৷ ওই মামলায় আসামি হওয়ায় তার বাড়িতে একাধিক বার অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী৷
সবমিলিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মো.আশফাকুল ইসলামের পরিবারের সদস্যরা৷