ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের কাজে নিয়োজিত তমা কন্সট্রাকশনের কর্মীদের হামলায় সিলেট-মৌলভীবাজার রোডের মিনিবাসের চালক ও হেলপার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মহাসড়কের কলারাইবাজার এলাকার নিরাইয়া ব্রিজ সংলগ্ন বাঁকে তমা কন্সট্রাকশন ওর্য়াকশপের সামনে এ ঘটনা ঘটে।
এসময় তমা কন্সট্রাকশনের লোকদের হামলায় বাসের চালক ও ৩ সহকারী আহত হন। আহতরা হলেন, বাস চালক ফরুক মিয়া(২৭), ইয়াকুব মিয়া (৪৫), চালক সহযোগী মঈন উদ্দিন(৩২) ও লেবু মিয়া(৩৫)।
ঘটনার খবর পেয়ে বাস শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের কলারাই বাজার এলাকায় নিরাইয়া ব্রিজ সংলগ্ন তমা কন্সট্রাকশন ওর্য়াকশপের সামনের বাঁকে কন্সট্রাকশনের একটি ট্রাকের সাথে মিনিবাসের ধাক্কা লাগে। এসময় তমা কন্সট্রাকশনের কর্মীরা উত্তেজিত হয়ে বাসের চালক ও সহযোগীদের উপর হামলা চালায়। এতে বাসের চালকসহ ৪জন আহত হন।
শেরপুর মিনিবাস সমিতির ম্যানেজার জাহাঙ্গীর বলেন, তমা কন্সট্রাকশনের কর্মীরা আমাদের গাড়ীর চালক ও সহযোগীদের মারধর করে নগদ টাকা, চালকের লাইসেন্স ও শ্রমিক আইডি ছিনিয়ে নেয় এবং বাসের লোকিং গ্লাস ভাংচুর করা হয়।
তমা কন্সট্রাকশনের মেকানিক রবিউল ইসলাম বলেন, বাসের শ্রমিকদের সাথে একটু ধাক্কাধাক্কি হয়ছে। এটা আমরা আলোচনা করে শেষ করে নেব।
সিলেট-শ্রীমঙ্গল বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান শাহ নুরুর রহমান শানুর মিয়া বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব বলেন, বাসে ট্রাকের ধাক্কা লাগা নিয়ে বাস শ্রমিক ও তমা কন্সট্রাকশনের কর্মীদের মধ্যে একটি সমস্যা হয়েছে শুনেছি। তারা নিজেরা বসে বিষয়টি নিষ্পত্তি করবে বলেছে।