আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলার সুরমা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাতক স্টেশন অফিসার জালাল আহম্মেদ।
নিহতরা হলেন উপজেলার শিমুলতলা মুক্তিরগাঁওয়ের বাসিন্দা ও খ্যাতমান সঙ্গীতশিল্পী পাগল হাসান (৩৫) ও একই এলাকার ছাত্তার মিয়া (৫২)।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহম্মেদ জানান, নিহত দুজনই সিএনজি অটোরিক্সার চালক ছিলেন এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতকে আসার পথে বিপরীতমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি বলেন, ‘এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণের জন্য।‘