কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ৬৮ বোতল ফেন্সিডিল ও মাদক প্রচারের সিএনজি অটোরিকশা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৪ মার্চ) দুপুর ২টায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে হাইটেক পার্কের বর্ণিকান্দিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সদের অভিযানে সিএনজিচালিত অটোরিকশা থেকে ৬৮ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী পাবেল আহমদ (২৪) কে আটক করা হয়।
সে উপজেলার গৌরিনগর গ্রামের ইউসুব আলীর ছেলে।
এ সময় মাদক ব্যবসায়ী পাবেলের সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে গৌরিনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোশাহিদ মিয়া (৩৫) পালিয়ে যায়।
দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিট অফিসার এসআই অজয় চন্দ্র রায় জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিএনজি আটক করে তল্লাশি করে পাবেলের নিজ দখলে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিড উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১৬) তাদেরকে সকালে আদালতে প্রেরণ করা হবে।