গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, 'একটি বৃহৎ জনগোষ্ঠীর দায়িত্ব নিতে আমি ভোটের রাজনীতিতে এসেছি। গোলাপগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাকে একটি দায়িত্বশীল জায়গায় যেতে হবে, সেজন্য আমাকে আপনারা সহযোগিতা করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আপনাদের সেবক হতে চাই। আমি সামাজিক প্রোগ্রামে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছি। আমি দেখেছি কোন কোন জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে আর কোন জায়গায় উন্নয়ন হয়নি। সে জায়গা গুলোতে আপনাদের নিয়ে কাজ করে এই গোলাপগঞ্জ উপজেলাকে বাস্তবে একটি মডেল এবং আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই।'
তিনি রোববার (২৪ মার্চ) রাত ১০ টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গোয়ালটিল্লা গ্রামে ফুলসাইন্দ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাবেদ বলেন, 'গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা একটি ট্রাস্ট গঠন করবো, যাতে ওই ট্রাস্টের মাধ্যমে আমরা তাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে পারি৷ তাদের মেধাকে কাজে লাগাতে আমরা সহযোগিতা করবো৷ যাতে তারা ওই মেধাকে কাজে লাগিয়ে গোলাপগঞ্জের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে৷ যারা সিলেটে পড়ালেখা করতে গিয়ে টাকার কারণে হোস্টেলে থাকতে পারেন না, বাড়িতে থাকতে হয়, যে কারণে নিয়মিত ক্লাস করতে অসুবিধা হয়, তাদের জন্য গোলাপগঞ্জ থেকে সিলেট পর্যন্ত বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে ট্রাস্টের মাধ্যমে৷'
মতবিনিময় সভায় বিশিষ্ট মুরব্বি চেরাগ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা মামুন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাপ্পু দাশ।
এসময় বক্তব্য রাখেন, মুরব্বি সাজন মিয়া, প্রবাসী মাসুদ হুদা খান, আফছার আহমদ, সিলেট জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম হিরু, সুজিত দাশ, নাজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামাল আহমদ, চান মিয়া, আতিক উদ্দিন, হানাই মিয়া, মানিক মিয়া, খটাই মিয়া, ফটিক মিয়া প্রমুখ।
এরপর তিনি রাতে লক্ষীপাশা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।