নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী শাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আসামি রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে শাফি আহমেদ (২৫)৷
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী৷
উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলো জুয়েল, রিহাত, সাফি, রিমন, জাকির, লাদেন, সাজু, সাজ্জাত, রাতুল ও মওদুদ। নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।