গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদের সাথে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) তারাবির নামাজের পর ১নং বাঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাহিদুর রহমান চৌধুরী জাবেদের কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন স্থানীয়রা৷
এসময় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ স্থানীয়দের দাবি গুলো পূরণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।