ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ছিন্নমূল হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে রিকশাচালক, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বাজারের বিভিন্ন স্থানে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, কোষাধ্যক্ষ কবির আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাউছার, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য কয়েছ আহমদ, সাধারণ সদস্য আবুল কালাম আজাদ, এমদাদুর রহমান খান প্রমুখ।