জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে প্রবাসীর চুরি হওয়া ১৪টি গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের দাবিতে প্রবাসী গ্রুপ কাতার শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় কাতারের 'কাজী রেস্টুরেন্টে' সংগঠনের উপদেষ্টা প্রবাসী আহমদুল কিবরিয়ার গরু চুরির ঘটনার বিষয়ে উদ্বেগ জানিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সভাপতি আলহাজ্ব সোলাইমান আজিজের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম সম্পাদক আয়াত উল্লাহ ও দফতর সম্পাদক হুসেন এম আলমগীর এর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার নির্বাহী উপদেষ্টা আতিকুর রহমান ডালিম, উপদেষ্টা এম বিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু আম্বিয়া।
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ নেতা জামাল আব্দুন নাসের, গ্রুপ উপনেতা আব্দুল গফফার খসরু, সার্বিক তত্বাবধায়ক ফয়েজ আহমদ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
প্রবাসীরা আহমদুল কিবরিয়ার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে চুরি হওয়া গরু প্রশাসনকে উদ্ধার কাজে সহায়তা করার অনুরোধ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃত্বে কাতার বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার উপদেষ্টা আনিস উদ্দিন, ভুক্তভোগী আহমদুল কিবরিয়া।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার কোষাধ্যক্ষ মঞ্জুর আহমদ পলাশ, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, শাহ আলম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, সায়ফুল আলম, শাহিন আহমদ, সোহেল রানা, জুবায়ের আহমদ, ফখরুল ইসলাম।
সভার শেষে সভাপতি আলহাজ্ব সোলাইমান আজিজের পরিচালনায় দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ গ্রামের কাতার প্রবাসী মোঃ আহমদুল কিবরিয়ার বাড়ির পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে।