কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ৩ ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ৭ জনকে আসামী মামলা দায়ের করেছে সিলেট চেম্বার অব কর্মাসের সদস্য ও চুনাপাথর আমদানিকারক শফিকুল ইসলাম। কোম্পানীগঞ্জ জিআর মামলা নং ১১।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের ফুল মিয়ার ছেলপ আলমগীর মিয়া (১৮), রুবেল মিয়া (২৭), সালমান (২৫)।
মামলার অভিযুক্তপত্রে সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, গত সোমবার রাত ৭টায় উপজেলার টুকের বাজার জামে মসজিদ সংলগ্ন হুসেন মিয়ার দোকানের পিছনের রাস্তায় দিয়ে তার ছোট ভাই আলমগীর, রুবেল ও সালমান ব্যবসায়ের টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। হঠাৎ দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের পথরোধ করে ইসলামপুর গ্রামের মৃত ওয়াজেদ মিয়ার ছেলে ফরিদ মিয়া ও তার ছেলে শাহ আলী, আশিক, হৃদয়, মৃত রতন মিয়ার ছেলে মোহন, রিয়াজ, মাসুক মিয়ার ছেলে আশিকসহ অজ্ঞাত ৯-১০ জনের একটি দল।
এসময় তারা আলমগীর, রুবেল ও সালমানকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে আলমগীরের কাঁদে থাকা ব্যাগের ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রথমে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনায় মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন শফিকুল ইসলাম। এদিকে নিজেদের বাঁচাতেই নিজেদের বাড়ি-ঘর ভাংচুর করে পাল্টা সহিংসতা ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষ ফাঁসানোর চেষ্টা করছেন হামলাকারীরা।
চুনাপাথর ব্যসায়ী শফিকুল ইসলাম বলেন, আমাদের তিন ভাইকে এলোপাতাড়ি হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে আসামীরা। হামলা করেই থেকে থাকেননি আসামীরা আমার ৭৭ বছর বয়সী বৃদ্ধ বাবা সহ আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।