জৈন্তাপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায়ও এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার জৈন্তাপুরে মোট ১৮৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে উপজেলার চারটি কেন্দ্র ও দুইটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ভেন্যু জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভেন্যু এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়, কেন্দ্র জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, জৈন্তা দারুছছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত সহ এসএসসি পরীক্ষার্থী ১৪২২ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী-২০১ জন, দাখিল পরীক্ষার্থী ১৬৬ জন।
উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ে আরও ৪৬ জন পরীক্ষার্থী কানাইঘাট উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করছেন। জৈন্তাপুর উপজেলা কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করবেন ১৭৮৯ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।