জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে এক প্রবাসীর বাড়ি থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সারিঘাটে কাতার প্রবাসীর বাড়ির পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে।
প্রবাসী মো আহমদুল কিবরিয়া দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রবাসীর ছোট চাচাত বোন তাদের বাড়ির নিকটস্থ পাকা গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে পরিবারের সবাইকে খবর দেন। পরিবারের লোকজন ছুটে এসে গোয়াল ঘরে থাকা ১৪টি গরু ও বাছুরের থাকার জায়গায় দড়ি কাটা ও গোয়াল ঘর শূন্য অবস্থায় দেখতে পান। সকাল সাড়ে ৯টার দিকে কাতার প্রবাসী আহমদুল কিবরিয়া লাইভে এসে কান্না জড়িত কন্ঠে গরুগুলো চুরির ঘটনার কথা জানান।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ পুলিশের একটি টিম ঘটনাস্থ পরিদর্শন করে চুরির বিষয়ে বিস্তারিত অবগত হন।
বাড়িতে কিবরিয়ার অপর দুই ভাই শাহরিয়ার চতুল সরুফৌদ মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অপর ভাই মাশরাফি সিলেট মেজরটিলা স্কলার্স হোমে অধ্যয়নরত। এ কারনে বাড়িতে পুরুষ মানুষ কম। তাদের আপন চাচাতো ভাই কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত আলাল পড়ালেখার পাশাপাশি গরুগুলোর দেখভাল করতেন।
তিনি জানান, চুরির আগে রাত সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরে দেখে আসেন সব ঠিক ছিল। সকালে উঠে গোয়াল ঘর শূন্য পান।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত বছর রমজান মাসে তাদের পিতা আব্দুল লতিফ মারা যান। তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলেও একটি গরু বিক্রি করতে দেননি। বাবার মৃত্যু বার্ষিকীর জন্য একটি গরু শিরনী করে অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করতে ক্রয় করা হয়ে ছিলো। সেই গরুটি সহ ১৪টি গরু চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করেত পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে আহবান জানান।