বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, 'কৃষকদের মাধ্যমেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সারাদেশের সকল অনাবাদি জমিকে প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের আওতায় এনে ফসল উৎপাদিত করতে সরকার কৃষকদের সহায়তা দিচ্ছে। কৃষি বিভাগের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা হচ্ছে এবং সহায়তা দেওয়া হচ্ছে।'
২০২৩ -২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শণীতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধান রোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'দেশের মানুষ বেড়েছে কিন্তু আয়তন বাড়েনি, খাদ্যের মজুদ আরও বাড়াতে হলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এজন্য সকল কৃষকদের কৃষি কাজে আরও মনযোগী হওয়ার আহবান জানান।'
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে এক সভার আয়োজন করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে উপ'কৃষি কর্মকর্তা সজিব সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কণক চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খামারবাড়ি সিলেট এর উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা সহকারী (ভূমি) সম্রাট হোসেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, কৃষকদের মধ্যে অনুভূতি পেশ করেন হাবিবুর রহমান মনু প্রমুখ।