গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, সহসাধারণ সম্পাদক রানা চৌধুরী, প্রচার সম্পাদক সাইকুজ্জামান চৌধুরী সিমুসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সদর ইউনিয়নের প্রায় ৬শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।