আলোচিত সিলেট ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, গ্রামীণ সমাজে বিভিন্ন ধরনের সামাজিক বৈষম্য পরিলক্ষিত হয়। আর্থিক অবস্থাভেদে চিকিৎসা, শিক্ষা,আহার সহ অন্যান্য ক্ষেত্রেও এসব সমস্যা বিরাজমান। আর এ বৈষম্যগুলো দূর করতে প্রয়োজন মানবিক কর্মকাণ্ড ও তার কার্যক্রম অব্যাহত রাখা। সমাজে মানবিক বিবেচনাবোধ বাঁচিয়ে রাখতে পারলেই অনেকাংশে সমতা ফিরে আসবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলার মুকিতলা গ্রামে হাওয়া বেগম এতিমখানা অসহায় কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কারী গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বদরুল ইসলাম শোয়েব আরো বলেন, তরুণ সমাজসেবক আব্দুল মুকিদের মানুষের প্রতি যে ভালোবাসা, নিজের বাড়ি পর্যন্ত অসহায় মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও উদাহরণ দেওয়ার মতো। এধরণের কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য তিনি সমাজ সচেতন ব্যাক্তিবর্গের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমান, মইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক এনামুল হক চৌধুরী সোহেল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।