জৈন্তাপুর প্রতিনিধি : পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে সরকারি সেবা গ্রহনে সহায়ত ও প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জৈন্তাপুর উপজেলা হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন,অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।
সভায় সভাপতিত্ব করেন পাসকপ'র নিবার্হী প্রধান শ্রী গৌরঙ্গ পাত্র। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারী লাবনী স্বার্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী এবং উপকার-ভোগী সহ ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির নেতৃবৃন্দ।