দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দোয়ারাবাজার উপজেলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। তিনি ২০১৬ সালে নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং ২০২১ সালে জহিরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন।
এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশাও ব্যক্ত করেন জহিরুল ইসলাম জহির। তবে হঠাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে উপজেলা পরিষদে প্রার্থী হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, নেশা, পেশা ও সমাজসেবার ব্রত নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চায় বলে জানান।
জহিরুল ইসলাম জহির বলেন,'মানুষের সেবা করতে ইউনিয়ন পরিষদের চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে উপজেলা পরিষদ। গণতন্ত্র ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তৃণমূলে পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব। এখানে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ আলাদা করে দেখার সুযোগ নেই। উভয় প্ল্যাটফর্মই জনগণের সেবার প্ল্যাটফর্ম।'
তিনি বর্তমানে দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।