গোলাপগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।
আতাউর রহমান আতা বলেন,'বাঘা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছি। মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন, উন্নয়ন চায়। বাঘা ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা বেহাল। আমি নির্বাচিত হলে মানুষের উন্নয়নে কাজ করতে চাই।'
গণসংযোগকালে তার সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।