বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, 'দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে চাই। শান্তি উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিলে কোনো মানুষ উন্নয়ন বঞ্চিত হবে না তাই আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান।'
সোমবার (১ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মনির আলী'র বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীন মুরব্বি মো: শুকর আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নোয়াব আলী,জাবেদ আহমদ ও মাহবুবুর রহমান।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয় ও আরকুম আলীর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারজান আহমদ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য শেখ আজাদ, আশিক আলী,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, আলতাব হোসেন, মজনু ফোরামের চেয়ারম্যান কমিউনিটি নেতা মোহাম্মদ আলী মজনু।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কছির আলী, কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লাল মিয়া, পশ্চিম শ্বাসরাম গ্রামের বিশিষ্ট মুরব্বি নুরুল হক লেচু, আজিজুর রহমান, আনহার আলী,কুদ্দুস আলী, মানিক মিয়া, সেবুল মিয়া, হারুনুর রশীদ, সাহাব উদ্দিন, সুরুজ আলী, নুরুজ আলী, ফরিদ আহমদ, তাজুদ মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছামিদ হাসান, সাজু আহমদ, জয়নাল আহমদ প্রমুখ।