জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় বসবাসরত দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র কিশোরী শিরীন আক্তারকে তার বসতঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আসামপাড়া গ্রামের দিনমজুর খায়রুল ইসলামের কন্যা শিরীন আক্তার। পরিবারের তিন ভাই- দুই বোনের মধ্যে শিরীন ২য় এবং দুই হাতবিহীন শারীরক প্রতিবন্ধী কিশোরী। দিনমজুর হতদরিদ্র পরিবারে বেড়া উঠা শিরীন আক্তারের।
তিন ভাই সহ পরিবারের অন্য সদস্যরা পৃথক ভাবে সংসার করে বসবাস করে আসছেন। স্থানীয় ভাবে বিষয়'টি অবগত হওয়ার পর জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সদ্য বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল ও ছাত্রলীগ নেতা প্রীতম দেবনাথ'র মাধ্যমে এক প্রবাসী এবং এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি সাংবাদিক ইউসুফুর রহমানের সহযোগিতায় বসতঘর নির্মাণে অনুদানের অর্থ সংগ্রহ করে ২৮ হাজার টাকা তার হাতে প্রদান করা হয়েছে।
মঙ্গলবাল (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সরজমিনে আসামপাড়ায় শিরীন আক্তারের বাড়িতে উপস্থিত হয়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ অন্যান্যরা অনুদানের টাকা হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর (মেম্বার), জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সূফিয়ান বিলাল, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি সাংবাদিক ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ ও জৈন্তা বার্তা পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি মো: সুলেমান মিয়া, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম।
এসময় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম অসহায় দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী কিশোরী শিরীন আক্তারের বসতঘর নির্মাণ উপজেলা প্রশাসন, প্রবাসী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করায় তিনি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং প্রতিবন্ধি কিশােরীর বসতঘর নির্মান কাজ সম্পন্ন করতে তিনি সমাজের অন্যান্য বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান করেন।