বিশ্বনাথ প্রতিনিধি : বলাৎকারের ঘটনা পিতা ও ইটভাটা শ্রমিককে জানিয়ে দেবে বলায় সিলেটের বিশ্বনাথে ইটভাটা শ্রমিক কিশোর আমিন মিয়া সিয়াম কে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ থানা কম্পাউন্ডে সিয়াম হত্যার রহস্য উদঘাটন বিষয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশ্বনাথ ওসমানীনগ সার্কেল) মো: আশরাফুজ্জামান পিপিএম।
তিনি আরও জানান, আলোচিত হত্যার আলামত সহ মূল আসামি কে গ্রেফতার করা হয়েছে। হত্যার দায় ও স্বীকার করেছে ঘাতক একই উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর (কান্দি) গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র আরকুম আলী (৪০)। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ঘাতক আরকুম আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ঘাতক আরকুম আলী পুলিশকে জানায় সে নিহত শ্রমিক সিয়ামকে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনাটি জানাজানির ভয়ে তার সাথে থাকা টাওয়াল দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সিয়ামকে। আসামির তথ্য মতে নিহত শ্রমিক সিয়ামের প্যান্ট শার্ট ও জুতো সহ কিছু আলামত সংগ্রহ করে পুলিশ। আসামি আরকুম কে আদালতে পাঠানো হবে বলে জানান তারা। এদিকে নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে ২৩ ডিসেম্বর শনিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৮/১৭৫।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর বুধবার দিনের বেলা নিহত শ্রমিকের পিতা ইটভাটা সর্দার আকবর আলী তার বড় ছেলেকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। রাতে ছোট ছেলে সিয়াম ইটভাটা থেকে পাশ্ববর্তী এক ওয়াজ মাহফিলে যাচ্ছে বলে স্বজনদের জানালেও ঐ দিন রাতে আর বাসায় ফিরেনি। পরদিন কোনো সন্ধান না পেয়ে তার মেজো ভাই তার পিতাকে জানালে তিনি বিশ্বনাথ থানায় সাধারণ একটি ডায়েরি করেন। ডায়েরি নং ৯২১।
গত ২৩ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে কাজে থাকা ইটভাটা থেকে একটু দূরে হয়দরপুর হাওরের পরিত্যক্ত জায়গায় তার লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন ঘটনার রহস্য উদঘাটনে সন্দেহজনক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও তাদের কাছে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
এদিকে নিহত শ্রমিকের পরিবার এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।