দোয়ারাবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়ন বাংলাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর ইউনিয়ন সাবেক সভপতি শাহ্ আলাম, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন, মনির মিয়া,।উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, রয়াব আলী, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মহরম আলী,।আব্দুল শহিদ, নাছির মিয়া, নুর হোসেন, সুমন মিয়া, সাইফুল ইসলাম, যুবদল নেতা ফুল মিয়া, মনির মিয়া, খুকন মিয়া, রতন মিয়া, লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, ফয়সাল আহমদ, ইউনিয়ন ছাত্র দলের দফতর সম্পাদক রিদয় মিয়া, কাউছার আহমেদ, ইফতেখার হোসেন আবির প্রমুখ।
লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তারা বলেন, জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান।
তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।
এসময় শ্রমিকদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ।