জৈন্তাপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার এমপি পদপ্রার্থী সিলেট-৪ আসন থেকে ৬ বারের নির্বাচিত সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি কে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ নং চিকনাগুল ইউনিয়ন অফিস হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আশিক উদ্দিনের পরিচালনায় অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার, তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মকবুল আলী মঙ্গল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, আফতাব আলী, বাদশাহ মিয়া, বিশু কুমার, সোহেল রানা, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, আওয়ামী লীগ নেতা সেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, যুবলীগের সাবেক সভাপতি ইউসুফ আহমদ সুজন,
কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মন্তাজ আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি জাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা, অহিদুর রহমান মেম্বার, হারুন মিয়া, মোহাম্মদ আলী, মোক্তার মিয়া, রইস আলী, জামাল আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, সেলিম আহমেদ, আব্দুল্লাহ,আব্দুল মজিদ, সিরাজ উদ্দিন,আব্দুল অধুদ মেম্বার, সমসু মিয়া, যুবলীগ নেতা তোতা মিয়া, নাছির উদ্দিন,আলী, নাজমুল ইসলাম, আব্দুর রহিম, হানিফ মোহাম্মদ, আব্দুর নুর, ছাত্রলীগ নেতা কামরান আহমেদ, মনজুর আহমদ মুন্না, ফলিক আহমেদ, আবু হুরায়রা, মাহবুব সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সভায় আগামী ২০ জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অংশগ্রহণ ও ইউনিয়নের ৪-টি সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।