নবীগঞ্জ প্রতিনিধি : বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ এর নেতৃত্বে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর ) ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় মিছিলটি শুরু হয়ে আউশকান্দি পয়েন্ট মোড়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নাবেদ মিয়া ও নবীগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিছিল থেকে একতরফা তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেফতার, গুম, নির্যাতন বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয়।