আত্মহত্যাকারী ২৬ বছর বয়সী যুবকের নাম মাহমুদ হোসেন বেলাল। তিনি মেজরটিলার নুরপুর এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ মাল্টায় যেতে ভিসা প্রসেসিং করে সে। সম্প্রতি মাল্টার ভিসা রিফিউজ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়ে সে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।
