বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট : ২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমান। পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে মুহিবুরের মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীরা ফিরে পেতে ইলেকশন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি।
এরপর প্রার্থিতা ফেরাতে হাইর্কোটের দ্বারস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই ২৪ ডিসেম্বর রিটের আদেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টে রায় ঘোষিত হওয়ার পর ও নির্বাচনী প্রতীক দেননি নির্বাচন কমিশন। অবশেষে ২৮ শে ডিসেম্বর দিনভর নানা নাটকীয়তা মহামান্য হাইকোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আসার পর স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান এর চাহিত ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।