দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ডিসেম্বর) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজার চকবাজার সহ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামছ উদ্দিন খান, লক্ষীপুর ইউনিয়নের বিট কর্মকর্তা থানার উপপরিদর্শক অনুপম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির, বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম, ইউপি সদস্য আহসান হাবীব, ইউপি সদস্য ওমর গণি, আব্দুল খালেক, শফিকুল ইসলাম রতন, হাছন আলী, আব্দুল আজিজ, আব্দুল কাদির, কামাল মিয়া, আবুল হোসেন প্রমুখ।
সভায় (ওসি) তদন্ত শামছউদ্দিন, 'বলেন মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন। সুনাগরিক হিসেবে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হন।আপনি নিজে ভোট প্রদান করে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন এবং অন্যদেরকে ভোটদানে উৎসাহিত করুন।ভোট প্রধানে কেউ বাধা প্রদান করলে নিকটস্থ থানার (ওসি) ও বিট অফিসারকে জানান। প্রয়োজনে ৯৯৯ এবং জেলার কন্ট্রোলরুম নম্বরে কল করুন। কোথাও কোন নাশকতা, অগ্নি সংযোগ, দেশ বিরোধী কার্যকলাপের কোন সংবাদ পেলে আপনার নিকটস্থ থানায় অবগত করুন।নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে নিয়মিত পুলিশ টহল থাকবে। কেন্দ্রে পুলিশের সাথে আনসার, বিজিবি, র্যাব, ও আর্ম পুলিশ থাকবে।দেশের উন্নয়নের অংশীদার হতে এবং আপনার মতামত প্রয়োগ করতে ভোট প্রদান জরুরী। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।ভোটকেন্দ্র হামলা, ভোটের আগের রাতে হুমকি এসকল বিষয়ে কোন সংবাদ থাকলে থানা পুলিশকে জানাবেন। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ কে তথ্য দিন পুলিশি সহায়তা নিন এবং আপনার এলাকা নিরাপদে রাখুন।'
তিনি আরও বলেন, 'মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই। আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা। যে কোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।'