জৈন্তাপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৩২ সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপির বিজয় নিশ্চিত করতে মাঠে নামছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।
রোববার (৩ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর স্বাক্ষরিত একটি পত্রে উপজেলার ৬ টি ইউনিয়নে (৪৩ টি) ভোটকেন্দ্র (সেন্টার) কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভার সময়সূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
ইউনিয়ন গুলো হলো (৬ ডিসেম্বর) ১নং নিজপাট ইউনিয়নে বিকেল ৩টা, সিএন্ডবি ডাকবাংলো। (৭ ডিসেম্বর) ২নং জৈন্তাপুর ইউনিয়নে সন্ধ্যা ৬টা, মিটিং পয়েন্ট ৪নং বাংলাবাজার। (৮ ডিসেম্বর) ৩নং চারিকাটা ইউনিয়ন, সন্ধ্যা ৬টা ইউনিয়ন অফিস। (৯ ডিসেম্বর) ৪ নং দরবস্ত ইউনিয়ন. সন্ধ্যা ৬টা, পাকড়ী স্কুল প্রাঙ্গন। (১০ ডিসেম্বর) ৫ নং ফতেহপুর ইউনিয়ন,সন্ধ্যা ৬টা ইউনিয়ন অফিস। ১১ ডিসেম্বর) ৬নং চিকনাগুল ইউনিয়ন, সন্ধান ৬ ইউনিয়ন অফিস।
উক্ত সভা গুলোতে যথা সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
উল্লেখ্য: গতকাল ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয় করেন জেলা প্রশাসক, সিলেট ও রিটার্নিং অফিসার। সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মো: নাজিম উদ্দিন কামরান, জাকের পার্টির মো: আলী আকবরের মনোনয়ন বৈধ হয়েছে। স্থগিত হয়েছে তৃণমূল বিএনপির প্রার্থী মো: আবুল হোসেনের।
