বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, আসন্ন দ্বাদশ নির্বাচনে নিন্মতম শৈথিল্য প্রদর্শন করা যাবে না। বর্তমানে আমাদের সকলের চাকুরী নির্বাচন কমিশনের অধীনে। কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যদি কেউ করেন তাহলে সে বিপদগ্রস্থ হবে। আমরা যেই আদেশ পাবো, সেটা যেনো যথাযথভাবে পালন করবো।
রবিবার (১০ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় কর্মকর্তা ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে এসব বলেন এনডিসি, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। তাঁর সাথে সফর সঙ্গী ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মহিউদ্দিন, এডিসি শিক্ষা আইসিটি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল জুনায়েদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সঞ্চালনায় আরো বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম মোহাম্মদ আল সাফিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন।
বিভিন্ন সমস্যার কথা উল্লেখ্য করে আরো বক্তব্য রেখেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস, নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুঁইয়া সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক বৃন্দ প্রমুখ।
মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার কে বালাগঞ্জের শীতলপাটি সহ শীতলপাটির তৈরী বিভিন্ন উপকরণ উপহার দেওয়া হয়। পরে তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় ও বোয়ালজুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।