কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, মরহুম আলহাজ্ব আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) দুপুর ২টায় ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলাগঞ্জ গ্রামের বিশিষ্ট মুরব্বি ছবর আলীর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম মাসরুর এর সঞ্চালনায় ভোলাগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বশরের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু, ভোলাগঞ্জ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাবুদ্দীন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ জামাল উদ্দিন, আফজল হোসেন বতুল্লা, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, মরহুমের সুযোগ্য পুত্র বিলাল আহমদ, আমিনুল ইসলাম হামীম, ভোলাগঞ্জ গ্রামের ফরহাদ হোসেন, আখতারুজ্জামান নোমান, আতাউর, কাওছার, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, কবির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল বাছির চেয়ারম্যান ছিলেন সত্যিকারের একজন ন্যায় বিচারক ব্যক্তি। মানব কল্যাণে সবসময় সোচ্চার ছিলেন তিনি। উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রয়েছে তাঁর বিশেষ অবদান। তাঁর প্রচেষ্টায় কোম্পানীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজসেবা, উন্নয়ন ও শিক্ষায় অসামান্য অবদান রাখায় ও দলমত নির্বিশেষে সকলের আস্থাভাজন হওয়ার কারণে তিনি জীবনের শেষ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মখজনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বিরের মোনাজাতের মাধ্যমে স্বরণসভা সমাপ্তি করা হয়।
