ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমার পরিচালনায় বক্তারা বলেন, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পরবর্তীতে আরোও ২ হাজার ৩’শ কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।
এসময় উপস্থিত ছিলেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুর রহমান পংকি, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, ইউনিয়ন কৃষি কর্মকর্তা হৃদয় ঘোষসহ স্থানীয় কৃষকরা।