ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ড.মো. আব্দুল মান্নান খান বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এতো খারাপ এটা কিন্তু ভাষায় বলার মতো নায়। আপনাদের সাহায্যে নির্বাচিত হলে প্রথমেই আমার কাজ হবে শিক্ষা ব্যবস্থাকে সংশোধন করা। কারণ টিচারদের ট্রেনিং না করালে কিছুই হবে না। টিচার যদি ভালো হয় তাহলে শিক্ষার্থীও ভালো হবে।
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) এই আসনে সুষ্টু নির্বাচন হলে আমি শতভাগ বিশ্বাস করি আমিই নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাঁড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আশা করছি শতভাগ জয় যুক্ত হবো।
বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার একটি অভিজাত রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির সিলেট মহানগর শাখার সদস্য সচিব এডভোকেট কবির আহমদ বাবর, আহব্বায়ক আমিলুল ইসলাম ডেনি, এডভোকেট বাবুল রেজা, শায়েস্তা মিয়া প্রমুখ।
