গোলাপগঞ্জ প্রতিনিধি : সারদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জেও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ২ হাজার ৫২০ জন। পাসের হার ৭৮.৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। সর্বোচ্চ ৪৯টি জিপিএ-৫ লাভ করে সরকারি এমসি একাডেমি।
এছাড়াও আলীম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ১৯১ জন। পাসের হার ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
উল্লেখ্য, গত বছর উপজেলায় এইচএসসিতে পাসের হার ছিলো ৯৭.১৭ শতাংশ। জিপিএ-৫ পায় ১২৯ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৬৩টি জিপিএ-৫ লাভ করে সরকারি এমসি একাডেমি। উপজেলায় আলীম পরীক্ষায় পাশের হার ছিলো ৯৫.৫৬ শতাংশ।
