বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পর্শে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিরল রোগে আক্রান্ত সেই জিলু মিয়া (৪৫)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের মৃত সাদক আলীর ছেলে।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নিজ বসত বাড়ির পরিত্যাক্ত ঘরের সামনে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে বিরল রোগে ভূগছিলেন তিনি। তহবিল গঠন করে, দেশী-বিদেশী সকলের অর্থিক সহায়তায় দেশে ও ভারতে চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছিলেন কিছুটা। এক পর্যায়ে মানবিক দৃষ্টিকোন থেকে শুভাকাঙ্খীরা করে দেন পাকা ঘরও। ঘটনার দিন পুরনো ঘর থেকে নতুন ঘরের বিদ্যুৎ সংযোগের লাইন ছিঁড়ে পড়েছিল। বিষয়টি তিনি দেখতে পেয়ে অজ্ঞতাবসত লাইন পুণরায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় উনার ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন জিলু মিয়াকে।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরল রোগে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ নেই। তারা চাচ্ছেন ময়নাতদন্ত ব্যতিত মৃতদেহ দাফনের। তবুও আমরা একটি অপমৃত্য মামলা নিচ্ছি।
