বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে সিএনজি অটোরিকশাসহ ৩ ছাগল চোরকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৯ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাসহ তাদেরকে আটক করে বালাগঞ্জ থানা পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ বদিউজ্জামানের দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন এবং এসআই জহর লাল রায় সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন সিএনজি (অটোরিকশা) ও একটি ছাগলসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, এসএমপির মোগলা বাজার থানার সিলাম টিলাপাড়ার তজম্মুল খা’র ছেলে ফারুক খা, নিজ সিলাম গ্রামের সুফিয়ান আলীর ছেলে শরীফুল ইসলাম ও ফজর আলীর ছেলে কামরান মিয়া।
বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ছাগলচোরদের কাছ থেকে সাদা-কালো রঙ্গের একটি ছাগল ও একটি সিএনজি (অটোরিকশা) উদ্ধার করা হয়েছে। আটককৃতদের নামে মামলা রুজু করে উচ্চ আদালতে সোপর্দ করা হয়েছে।
