বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘ'র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রী শ্রী রাধামাধব সেবক সংঘ'র সভাপতি বিপ্রতীপ চন্দ (তাপ্পু)।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় বিপ্রতীপ চন্দ (তাপ্পু) বলেন, সনাতন সেবক সংঘ উপজেলার হিন্দু ধর্মের একটি পরিচিত সংগঠন। যে সংগঠন হিন্দু ধর্মের সকল উন্নয়নে কাজ করে। এ সংগঠনের সাবেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ সংগঠনের সুনাম রক্ষার্থে কঠোর পরিশ্রম করেছেন।
তিনি বলেন- আমি মনে করি নবগঠিত কমিটিতে যারা এসেছেন তারা অত্যান্ত জ্ঞানী ও কর্মট। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তাদের গভীর সম্পর্ক রয়েছে। নতুন কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দের দক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় সংগঠন। আমি নতুন কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উল্লেখ, শুক্রবার নতুন কমিটি গঠনে উপস্থিত ৫৩ জন সদস্যদের প্রকাশ্য ভোটে অধ্যক্ষ অসীম চন্দ্র পালকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট (২০২৩-২৪) একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কর্মকর্তা অমীয় ভূষন পাল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অমল কুমার নাগ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি অজিত কুমার দেবনাথ, সহসভাপতি দ্বীপেশ চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কান্তি কর, সাংগঠনিক সম্পাদক ডা.সুশীল হালদার, অর্থ ও দপ্তর সম্পাদক শ্যামল বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্ত মালাকার, ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোপাল মালাকার, নির্বাহী সদস্য নিক্সন তালুকদার, ফুলু রানী চক্রবর্তী।
সভায় সর্বসম্মতিক্রমে একই দিনে নির্বাচন পরিচালনা কমিটি তাদের শপথ বাক্য পাঠ করান।