নিজস্ব প্রতিবেদক : মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা মিলে গঠিত সিলেট ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত হওয়ায় সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
সোমবার(২৭ নভেম্বর) বিকেল ৩টায় শাহপরান ব্লকের আয়োজনে বটেশ্বর বাজার থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ইউনিয়নের পিরেরবাজার এমকে মার্কেট সম্মুখে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়।
আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য ফরিদ মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আফছর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন-জাতীয় পার্টি নেতা ইফতেখার আহমেদ লিমন, সিলেট জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক সোহেল আহমদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাব্বির চৌধুরী, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক, বন ও পরিবেশ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমুজ আলী মেম্বার, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, ইউপি সদস্য মোঃ শাহাজান, জুবের আহমদ, আল আমিন, জামাল আহমেদ, নজরুল ইসলাম, ডা: রেজাউল হক, আজির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শহীদ আহমদ,আইন উদ্দিন, ময়নুল ইসলাম, আইনজদ আলী, যুবলীগ নেতা সৈয়দ মোঃ ইউনুস, সেনাজ,শাহেদ স্বপন আহমেদ, নুর উদ্দিন, সুমন, তাজ উদ্দিন, বাবলু, শাহীন আহমেদ, লিটন আহমেদ, আরিফ আহমদ, ছাত্রলীগ নেতা আবু হুরায়রা, মুসা, মিজান আহমেদ, আল আমীন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
